Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংক ও ওয়ার্ল্ডফিশের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশে মৎস্য খাতের সার্বিক অগ্রগতিতে আর্থিক সাক্ষরতা এবং ঋণপ্রাপ্তির বিষয়টি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সিটি ব্যাংকের এসএমই-স্মল ও মাইক্রোফিন্যান্স ব্যবসা এবং ইউএসএআইডির অর্থায়নে ও ওয়ার্ল্ডফিশের বাস্তবায়নে ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ বাংলাদেশের মৎস্য খাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের ঋণের মাধ্যমে আর্থিক সাক্ষরতা ও প্রাপ্তি সহজ করতে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত করেছে।

এই ঋণ মৎস্য খাতে সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা সহজ করবে এবং আর্থিক সাক্ষরতা ব্যবসায় দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বাংলাদেশের যশোর, খুলনা, বরিশাল, কুষ্টিয়া ও ফরিদপুর জেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ