পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় ‘ফেমিনিস্ট অ্যাক্রস জেনারেশনস’ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্মের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জানান, নারীর বিরুদ্ধে পুরুষের সহিংসতা কোনো পৃথক ঘটনা নয়, বরং যে সংস্কৃতি এই ধরনের সহিংসতার বিস্তার ঘটায়, তার বিরুদ্ধে মূলত সোচ্চার হওয়ার জন্য তারা একত্রিত হয়েছেন। নারীর ওপর সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা ব্যবস্থা ও সরকারি তৎপরতার প্রতি জোর দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা জানান, ভুক্তভোগীদের দায়ী নয় বরং অপরাধীদেরই জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতি জোর দেন বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা পুরুষতন্ত্রের বিরুদ্ধে স্লােগান দেন।
এদিকে, একই দাবিতে গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান। এ সময় ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারে বিশেষ আইন করার দাবি জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদজ্জুামান শাহীন, প্রেসিডিয়াম সদস্য ড. কাজী সাইফুদ্দিন, জোবায়দা হক অজন্তা প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, ধর্ষণকারীর কোনো দল বা গোষ্ঠী নেই। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের যেকোনো স্থানে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় আইনের শাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে। এসময় নারীর প্রতি সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরোটলারেন্স’ নীতি থাকার পরেও তার ছবি পোড়ানো ও বঙ্গবন্ধুর স্মৃতিস্মারক মুজিবকোট পোড়ানোর মত কাজ যারা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।