Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় তামাকমুক্ত সপ্তাহ ৯-১৫ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারিভাবে সারাদেশে আজ শুক্রবার ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ‘জাতীয় তামাকমুক্ত সপ্তাহ’ যৌথভাবে উদযাপন করবে এলায়েন্স ফর এফসিটিসি ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ (এএফআইবি) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট। এবারের জাতীয় তামাকমুক্ত সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তামাকের মূল্যস্তর প্রথার বিলুপ্তি, জনস্বাস্থ্যের উন্নতি’। দেশের প্রায় ৭শ’ বেসরকারি সংগঠন সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী একযোগে তামাক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করবে। জনস্বাস্থ্য উন্নয়নে সিগারেটের জটিল করস্তর প্রথার বিলুপ্তির লক্ষ্যে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করবে। এছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা পর্যায়ে মানববন্ধন, মতবিনিময় সভা, লিফলেট ক্যাম্পেইন, পোস্টার ও ভিডিও প্রদর্শণী, অনলাইন ক্যাম্পেইন, আলোচনা সভা, ওয়েবনার মিটিং ও পত্র পত্রিকায় বিভিন্ন আর্টিকেল প্রকাশ করা হবে। উল্লেখ্য, দেশে প্রতি বছর প্রায় ১ লাখ মানুষ তামাকজনিত কারণে মৃত্যুবরণ করে এবং প্রায় ৪ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করে। এ অপ্রত্যাশিত মৃত্যুরোধে প্রধানমন্ত্রী তামাকের কারণে অনাকাঙ্খিত মৃত্যুরোধ কল্পে ২০৪০ সালের মধ্যে তামাকের ব্যবহার ৫ শতাংশে নামিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এ অভিপ্রায় বাস্তবায়ন করতে সিগারেটের জটিল করস্তর প্রথা পর্যায়ক্রমে কমিয়ে এনে আন্তর্জাতিক বিশ্বের ন্যায় একটি সহজ করকাঠামো তৈরির দাবি জানিয়ে আসছে বিভিন্ন উন্নয়ন সংস্থা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামাকমুক্ত-সপ্তাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ