পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.) দ্বীনের একনিষ্ঠ রাহবার ছিলেন। নাস্তিক্যবাদের বিরুদ্ধে আল্লামা আহমদ শফী (রহ.) আজীবন সংগ্রাম করেছেন। বাতেলের সাথে আল্লামা শফী (রহ.) কোন আপোষ করেননি। গতকাল বৃহস্পতিবার নগরীর দোলাইপাড়ে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠিত ইসলাহী জোড় ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা শাহ ইউসুফ মাদানীর সভাপতিত্বে এতে দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা বক্তব্য রাখেন। এছাড়া সারাদেশ থেকে আল্লামা শফী (রহ.) এর সহস্রাধিক খলিফারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে তার কর্মময় জীবিন ওপর স্মৃতিচারণ করেন। জাতীয় ইমাম সমাজের মহাসচিব ও চকবাজার শাহী মসজিদের খতীব মাওলানা মিনহাজ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল্লামা শফী (রহ.) ছোট সাহেবজাদা মাওলানা আনাস মাদানী। ইসলাহী জোড়ে ৭ বিভাগের বিভাগীয় কমিটি গঠন করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল এবং আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।