Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে বিচার হচ্ছে ক্রিমিনাল পাপুলের

সচিবালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৯ এএম

লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল একজন ক্রিমিনাল। মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতে তার বিচার হচ্ছে। সে কূটনীতিকও নয়। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে কুয়েত সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি কুয়েতে দু’দিনের সফর শেষে গত মঙ্গলবার দেশে ফেরেন। বিদেশে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পাপুলের বিচার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারে কোন অস্বস্তি নেই জানিয়ে গতকাল সচিবালয়ে ড. মোমেন বলেন, এমপি পাপুল কূটনীতিক হিসাবে কুয়েত যাননি। তিনি বা তার পরিবার কারও কূটনৈতিক পাসপোর্ট নেই। কুয়েতের লোকাল ক্রিমিনাল হিসাবে তারা তাকে গ্রেফতার করেছে এবং সেভাবেই আদালতে তার বিচার হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সফরকালে কুয়েতের নতুন আমির এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও বৈঠকগুলো হয়েছে। অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। কিন্তু কোথাও পাপুলকান্ড নিয়ে কোন কথা হয়নি। এমনকি বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকেও কুয়েত কতৃপক্ষ এখনো এ নিয়ে কিছু বলেনি। তবে যেটা শুনেছি তা হলো- স্থানীয় ব্যবসায়ী হিসাবে পাপুল অনেককে চাকরি দিয়েছিলেন। কুয়েতেও কিছু দুষ্ট লোক আছে। এখন তারা খুঁজে বের করছে যে উনি কাকে কাকে চাকরি দিয়েছেন। তারা তাদেরকে মনিটর করছে এবং ভালো হলে রাখছে না হলে বের করে দিচ্ছে। ফলে কিছু লোকের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। মন্ত্রী গত ৪-৫ অক্টোবর কুয়েত সফরে ছিলেন।

উল্লেখ, গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ল²ীপুর-২ আসনের এমপি পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর সে দেশের আরো কয়েকজন প্রভাবশালীকে গ্রেফতার করা হয়। এখন আদালতে পাপুলের বিচার চলছে।

গতকাল নিজ দফতরে কুয়েত সফর প্রসঙ্গে মন্ত্রী ড. মোমেন বলেন, কুয়েতে গিয়েছি মরহুম আমিরের মৃত্যুতে শোক জানাতে এবং নতুন আমিরকে অভিনন্দন জানাতে। সেখানে কথা হয়েছে যারা দেশে ছুটিতে এসে আটকা পড়েছেন তাদের ফেরানোর বিষয়ে। আমরা বলেছি, সউদী আরব, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত খুলেছে, সুতরাং আপনারা খুলে দিলে আমাদের কর্মীরা ফিরতে পারে। জবাবে তারা (কুয়েত) বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসা করেছেন। বিশেষত কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, দুইদিন পরে তারা বসছেন। কেবল বাংলাদেশ নয়, প্রবাসী কর্মী যারাই কুয়েতে প্রবেশের অপেক্ষায় রয়েছেন তাদের বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রী মোমেন বলেন, তারা এ-ও জানান তারা খুব নিয়ন্ত্রিত পদ্ধতিতে কাজ করছেন। সুতরাং আমি আশাবাদী আজকালে মধ্যে একটা সিদ্ধান্ত পাবো। কুয়েতের মন্ত্রী দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। আমরা ঢাকায় একটি তেল শোধনাগার বানানোর প্রস্তাব দিয়েছি। তারা বলেছে এটি উত্তম প্রস্তাব। কুয়েত জানালো তারা দক্ষিণ কোরিয়াতে একটি রিফাইনারী বানানোর চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুয়েত সফরে চারটি চুক্তি হয়েছিল জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই চুক্তিগুলোর বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি খুবই সামান্য। ওই তালিকায় বিনিয়োগ সুরক্ষা চুক্তি রয়েছে, এটি অনেকে জানে না। কুয়েত চায়, আমাদের রাষ্ট্রদূত এটি প্রচারে যেনো উদ্যোগী হন। তাদের বলেছি, আমাদের ওষুধ শিল্প ভালো করেছে, আমরা পিপিই তৈরি এবং রফতানি করছি। চাইলে কুয়েত তা নিতে পারে।

রোহিঙ্গা নিয়ে কুয়েত প্রথম থেকে ঢাকার পাশে আছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা যখন নিরাপত্তা পরিষদে ছিল তখন একটি প্রতিনিধিদল আসে এবং একটি রিপোর্ট দেয়। কুয়েত আন্তর্জাতিক বিচারিক আদালতে রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং এ বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। রোহিঙ্গার কারণে গোটা অঞ্চলে অনিশ্চয়তা তৈরি হতে পারে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা অনেকদিন ধরে বলে আসছি। এটি বাংলাদেশ, মিয়ানমার এবং পুরো অঞ্চলের জন্য খারাপ হবে। যারা সন্ত্রাস করে তাদের কোনো সীমান্ত নেই, তাদের কোনো ধর্ম নেই।

মন্ত্রী বলেন, যারা মিয়ানমারে বিনিয়োগ করছে যেমন চীন, দক্ষিণ কোরিয়া, ভারত তাদের সবাইকে বলি আপনারা বিনিয়োগ করছেন এটি ভালো। কিন্তু ওখানে যদি অনিশ্চয়তা দেখা দেয় তবে আশাপ্রদ লাভ পাবেন না। আমাদের সাহায্য করুন শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য।



 

Show all comments
  • Moudud Ahmed Sajeeb ৮ অক্টোবর, ২০২০, ২:১৩ এএম says : 0
    শিরচ্ছেদ হোক
    Total Reply(0) Reply
  • Md Jabed ৮ অক্টোবর, ২০২০, ২:১৪ এএম says : 0
    এটা বাংলাদেশের আইন না দুর্নীতিবাজ রা দেখ আর শিক্ষা নাও আইন কাহাকে বলে। জনগনের ভোটে নির্বাচিত হয়েছ বলে যাই কীছু করবা একদিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে।
    Total Reply(0) Reply
  • Wahid Rocky ৮ অক্টোবর, ২০২০, ২:১৪ এএম says : 0
    Good news!
    Total Reply(0) Reply
  • Yasin Arafat ৮ অক্টোবর, ২০২০, ২:১৪ এএম says : 0
    বাংলাদেশের নিলজ্জ এমপি
    Total Reply(0) Reply
  • Reazul Islam Rony ৮ অক্টোবর, ২০২০, ২:১৫ এএম says : 0
    বাংলাদেশের জন্য খুব লজ্জার বিষয়।
    Total Reply(0) Reply
  • Mohammed Afsaruddin ৮ অক্টোবর, ২০২০, ২:১৫ এএম says : 0
    There is no justice system for local and unlocal offenders. All criminals are judge by the law of the country . No privilege for foreign nationals.
    Total Reply(0) Reply
  • নিশা চর ৮ অক্টোবর, ২০২০, ২:১৭ এএম says : 0
    তার েকঠোর সাজা দেয়া হোক। দেশের ইমেজ নষ্ট করার জন্য বাংলাদেশের আদালতে একটা বিচার হওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ৩১ জানুয়ারি, ২০২১, ৩:০৮ এএম says : 0
    উপকারের পরিনাম দেখেন হাতে হারিকেন আর গোয়ায় বাঁশ এই হলো আমাদের বাংগালীর কাজ হাজার লোক কুয়েতে গিয়েছে তার উচিলায় এবং কোটি কোটি টাকা বাংলাদেশে আসিয়াছে তার উচিলায় এখন সে ক্রিমিনাল। আচার্য দেশ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপি কাজী শহীদ ইসলাম পাপুল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ