পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বংশাল আরমানিটোলা সড়কে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে তিন জনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে আরমানিটোলা মাঠের গেটের পশ্চিম পাশে রাস্তায় এই বিস্ফোরণ ঘটে। এসময় বিস্ফোরণের বিকট শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বংশাল থানার ওসি শাহিন ফকির বলেন, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিকট আওয়াজে বিস্ফোরিত হয়। এতে অনেকটা রাস্তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বিস্ফোরণস্থলে সাত জন পথচারী আহত হন। আহত সাত জনের মধ্যে ফেরদৌস আলম (৩৪), নায়েব আলী (৪৫) ও সোহাগকে (৩৮) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।