পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে ‘আইএস’ নামে কোনো জঙ্গি সংগঠন নেই। দেশের এ মাথা থেকে সে মাথায় ঘুরেও আইএস নামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। যারা আছে তারা জেএমবি, হুজি, আনসারউল্লাহ বাংলা টিম।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের জঙ্গিবিরোধী কমিটির আয়োজনে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজধানীর গুলশান, শোলাকিয়া কিংবা বিদেশী নাগরিক তাবেলা সিজার, কুনিও হত্যাকা-সহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা করে বিদেশীদের হত্যার ঘটনা ঘটেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সাথে মোকাবিলা করেছে।
তিনি বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী ডর-ভয় পান না। তারা জীবনকে তুচ্ছ করে একের পর এক ঘটনা সামলিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইসলামবিরোধী ও দেশবিরোধীদের ধরা হয়েছে। পূর্বে আমরা কওমী মাদরাসা ও আলীয়া মাদরার দিকে বাঁকা দৃষ্টিতে তাকাতাম। এখন ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজে শত্রুরা ঢুকেছে। তারা উচ্চবিত্ত এবং আমাদেরই সন্তান।
মন্ত্রী আরো বলেন, দেশে আইএস নেই। যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা এদেশীয় সন্ত্রাসী ইসলামবিরোধী। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তৃতায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জঙ্গি সন্ত্রাসীদের দমন নয়, নির্মূল করা হচ্ছে। পুরোহিত হত্যা, বিদেশী হত্যাকারীরা আইএস নয়। তারা এ দেশীয় জামায়াত ও শিবির। তারা যেভাবে চাপাতি ও ছুরি দিয়ে হামলা চালায়, জামায়াত ও শিবির একইভাবে হামলা চালায়। রগ কাটে। জামায়াত-শিবির এখন বিএনপির পেটে ঢুকেছে।
সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ¦ী আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমান, যুবলীগ কেন্দ্রীয় নেতা ফারুক হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।