Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য খাতে দুর্নীতি অনুসন্ধানে দুদক চট্টগ্রামে ২ হাসপাতালকে নোটিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

চট্টগ্রামে স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে চমেক হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ২০০৮ সাল থেকে টেন্ডারের ভিত্তিতে যত প্রকল্প বাস্তবায়ন ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে, সবগুলোর নথি তলব করা হয়েছে। এর মাধ্যমে চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতালসহ পুরো স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।
অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ের-২ উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকসহ চট্টগ্রামের স্বাস্থ্যখাতে যত অনিয়ম-দুর্নীতি হয়েছে, প্রধান কার্যালয়ের সিদ্ধান্ত ও নির্দেশে আমরা সেগুলোর অনুসন্ধান শুরু করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ