পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী সিলেট এমসি কলেজের গণধর্ষণ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বলেন, ধর্ষণ নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ সারাদেশের মা-বোন এবং অভিভাবকদের জন্য আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, দুর্নীতি লুটপাট এবং নারী ধর্ষণ মুক্ত সমাজ গড়তে হলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। গতকাল শনিবার পুরানা পল্টনস্থ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় সভাপতির বক্তব্যে আল্লামা সরওয়ার কামাল আজিজী এসব কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুর রহমান, সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, হাফেজ মাওলানা আবু তাহের খান, আলহাজ্ব সৈয়্যদ একেএম কামরুল বারী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী। সভায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।