Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলের আঙিনায় ‘রেল পানি’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৩ এএম

রেলওয়ের আঙিনায় ‘রেল পানি’ ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের পানি বিক্রি করা যাবে না। রেল কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের আওতাধীন এলাকায় বাণিজ্যিক লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলোতে ‘রেল পানি’ বিক্রি করতে হবে। অন্য কোনো ব্রান্ডের পানি বিক্রি করা যাবে না।
বাংলাদেশ রেলওয়ে ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, এই নির্দেশনা চলতি মাসের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে ।
এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ে বনাম শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের মধ্যে ‘রেল পানি’ সরবরাহ সম্পর্কিত একটি চুক্তি সম্পাদিত হয়েছে। উক্ত চুক্তির শর্ত অনুযায়ী রেলওয়ে এলাকায় বাণিজ্যিক লাইসেন্সপ্রাপ্ত দোকানসমূহে ‘রেল পানি’ বিক্রি করতে হবে। রেলওয়ের আঙ্গিনায় ‘রেল পানি’ ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের পানি বিক্রি করা যাবে না।

এদিকে, রেলওয়ে রাজস্ব আয়ের লক্ষ্যে রেল স্টেশনসমূহে লাইসেন্সপ্রাপ্ত সব দোকান মালিককে এ বিষয়ে নির্দেশনা প্রদানসহ বিষয়টি তদারকি করার জন্য রেলের সংশিষ্ট সকলকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়েতে পানি সরবরাহের লক্ষ্যে রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতে এই চুক্তিতে রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি এবং শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের পক্ষ হতে এমডি রমেশ চন্দ্র ঘোষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ