পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে ৮০৫ দশমিক ৭ টন ইলিশ মাছ ভারতে রফতানি হয়েছে। যার বাজার মূল্য ৮০ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার। বেনাপোল বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার। রফতানি করা প্রতিটি ইলিশের সাইজ ১ কেজি ২০০ গ্রাম। অর্থাৎ বড় সাইজের ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় এবার ৯ জন রফতানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ১২ টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। সেদিনই ভারত সীমান্তে বাংলাদেশমুখি পেঁয়াজের ট্রাক আটকে দেয়। পরবর্তীতে পচা পেঁয়াজ পাঠায়। বাংলাদেশ অবশ্য এরই মধ্যে পাকিস্তান, তুরস্ক, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছে। তবে জানা গেছে, বাংলাদেশে পেঁয়াজ রফতানি করা হবে কি না সে ব্যাপারে আগামী ৭ অক্টোবর ভারত সিদ্ধান্ত নেবে। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার জানান, ভারতে ইলিশ পাঠানো শুরু হওয়ার পর মাছের ট্রাক নির্বিঘ্নে গেছে। ২৮ সেপ্টেম্বর সর্বশেষ ইলিশের ট্রাক ভারতে যায়।
উল্লেখ, ২০১২ সালের ১ আগস্ট বাংলাদেশ ইলিশ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। এর পর গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার। ২০১৯ সালের ১০ অক্টোবর বাংলাদেশ থেকে ইলিশের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে। কিন্তু এবার দিল্লিকে খুশি করতে বিপুল পরিমাণ ইলিশ ভারতে রফতানির সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।