Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাওয়ার্ড পেল মাহিন্দ্রা কমভিভা

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা কমভিভা প্রযুক্তি বিশ্বের সম্মানজনক টিএমসিনেট টেক কালচার অ্যাওয়ার্ড-২০১৬ পেয়েছে। বিশ্বব্যাপী উদ্ভাবনী প্রযুক্তিতে অবদান রাখার জন্য গত বুধবার মাহিন্দ্রা কমভিভাকে এ পুরস্কার দেয়া হয়। প্রযুক্তি নিয়ে কাজ করে এমন কোম্পানিগুলোর ওপর গবেষণা করে মাহিন্দ্রা কমভিভাকে নির্বাচিত করে মার্কেটিং মিডিয়া কোম্পানি টিএমসিনেট। প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্যাটাগরিতে মান অনুযায়ী প্রযুক্তি কোম্পানিগুলোকে বি থেকে এ প্লাস পর্যন্ত রেটিং দিয়ে থাকে। অনুকূল কর্মপরিবেশের জন্য মাহিন্দ্রা কমভিভা পায় এ প্লাস রেটিং। এমন অর্জন সম্পর্কে মাহিন্দ্রা কমভিভার মানবসম্পদ প্রধান এবং ম্যানেজমেন্ট সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সানদিপ ভট্টাচার্য বলেন, এ পুরস্কার গ্রহণ করতে পেরে আমরা সত্যিই গর্বিত। এটি আমাদের ভবিষ্যতে আরো ভালো করার ক্ষেত্রে প্রেরণা দেবে। কর্মীদের উন্মক্ত এবং আনন্দঘন কর্মপরিবেশ তৈরির কারণেই আমরা এ ফল পেয়েছি। মাহিন্দ্রা কমভিভাকে অভিনন্দন জানিয়ে টিএমসিনেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং গ্রæপ এডিটর-ইন-চিফ রিচ তেহরানি বলেন, এই টেক কালচার অ্যাওয়ার্ডের উদ্দেশ্য খুবই সহজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাওয়ার্ড পেল মাহিন্দ্রা কমভিভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ