Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী  ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি দিয়ে  গেজেট প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এর আগে আরো ১২২ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে  গেজেট প্রকাশ হয়েছিল। এ নিয়ে মোট ১২৩ জন মুক্তিযোদ্ধাকে সরকার স্বীকৃতি দিলো। তারা মুক্তিযোদ্ধাদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।
১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান। তার নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়।
পরে আবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আদালতের নির্দেশনা আসে। শেষ পর্যন্ত ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত  নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। গত বছর ২৯ জানুয়ারি জাতীয় সংসদে সেই প্রস্তাব পাস হয়।
গত বছর অক্টোবরে সরকার প্রথম দফায় ৪১ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করলে তাতে নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, যিনি একাত্তরে নির্যাতিত নারীদের অধিকার আদায়ে সব সময়  সোচ্চার ছিলেন। সে সময় গণমাধ্যমকে তিনি বলেছিলেন, কারো কাছে কখনো কিছু চাইনি, শুধু স্বীকৃতি চেয়েছিলাম। আমার নামটা আসা উচিত ছিল। আমি দুঃখিত না, অভিযোগ করছি না, আমি ক্ষুব্ধ। অত্যন্ত মনোকষ্ট পেয়েছি।
হজযাত্রা নিশ্চিতে অপেক্ষমানদের দোয়া মাহফিল আজ
স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ২০১৬ সালের অপেক্ষমান হজযাত্রীদের হজে পাঠানোর দাবীতে হাব সমন্বয় পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। হাব সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী গোলাম মোহাম্মদ  ও সদস্য সচিব রেজাউল করিম উজ্জল এক বিবৃতিতে দোয়া মাহফিল সফর করার আহবান জানিয়ে বলেন, গত বৎসর থেকে বাংলাদেশে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  অপেক্ষমান প্রায় ২০ হাজার হজযাত্রীর অতিরিক্ত কোটা সউদী সরকারের কাছে বরাদ্দের প্রস্তাব প্রেরণ করলে ইনশাআল্লাহ সৃষ্ট সংকট নিরসন সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ