Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শূন্য পদের তথ্য চেয়ে চিঠি

সরকারি কলেজের প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:১৩ এএম

দেশের যে সকল সরকারি কলেজে প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল নেই, সেই সকল কলেজের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আগামী ৫ অক্টোবরের মধ্যে এই তালিকা পাঠাতে অধিদফতরের ৯ আঞ্চলিক পরিচালককে চিঠি পাঠিয়েছে। মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) এবং সব সরকারি কলেজের প্রিন্সিপালকে গত বৃহস্পতিবার চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
বাংলাদেশে বর্তমানে ৬৩২টি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে দেড় শতাধিক প্রতিষ্ঠানে প্রিন্সিপালের পদ শূন্য রয়েছে। আর ভাইস-প্রিন্সিপাল ছাড়া চলছে ২৮টি কলেজ। সাধারণত অধ্যাপকদের মধ্যে থেকে প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগ দেয়া হয়। সরকারি কলেজগুলোতে এসব পদে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দেয়। প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগ পেতে অনেক শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে একজন কর্মকর্তা বলেন, আবেদনগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে, শিগগিরই ফাঁকা পদগুলো পূরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শূন্য-পদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ