পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকার সাভারে নির্মাণাধীন একটি বহুতল ভবন মালিকের কাছে চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় চেয়ারম্যানসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন নির্মাণাধীন ভবন মালিক আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়, ঢাকার শান্তিনগরের আশরাফুল ইসলাম বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় একটি ভবন নির্মাণ করছেন। ভবনটির চার তলার কাজ চলমান। ভবন নির্মাণের শুরু থেকেই বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল। গত মঙ্গলবার সুজন দলবল নিয়ে নির্মাণাধীন ওই ভবনে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় নানা ভয়-ভীতির মুখে ভবন মালিক এক লাখ টাকা দিতে বাধ্য হন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সাভারের বিরুলিয়ার কাকাবো এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। নির্মাণ কাজে বাঁধা দিয়ে চেয়ারম্যান সাইদুর রহমান সুজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। পরে ভবন মালিক এক লাখ টাকা চেয়ারম্যানকে দেয়ার পরও আরও চার লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করেন। পরে ভুক্তভোগী ওই ভবন মালিক নিরুপায় হয়ে সাভার মডেল থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ অন্য আসামিদের নাম প্রকাশ করেনি। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।