Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পকারখানা কৃষি জমি নষ্ট করে নয় : প্রধানমন্ত্রী

একনেকে ৭৯৬ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি ও বসতবাড়িতে নয়, শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপন করতে হবে। আমাদের কৃষিজমি কমে যাচ্ছে। আমরা ইকোনোমিক জোন করে দিচ্ছি। এসব স্থানে শিল্পকারখানা নির্মাণের ক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। আপনারা ব্যবসা করতে চান বা শিল্প করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন কেন?

গতকাল জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা উৎসাহ দেব, আপনারা শিল্প এলাকায় এসে শিল্পকারখানা স্থাপন করেন। সেখানে আপনারা অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। গ্যাস, রাস্তা, ব্যাংক সব পাবেন। প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনা তুলে ধরে এম এ মান্নান বলেন, শুধু মেডিক্যাল বর্জ্যই নয়, সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাস, নৌ, বিমানসহ যেকোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। নদীর পাড় দখলমুক্ত করতে হবে। কচুরিপানামুক্ত করে ড্রেজিং করতে হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আরও বলেছেন, এ প্রকল্পের সব ডকুমেন্ট বাংলায় তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। ডিজিটাল ভূমি জোনিংয়ের সময় বাংলায় সব তথ্য নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে একনেক সভায় ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় সম্বলিত চারটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ৬২৩ কোটি ৬৫ লাখ টাকা এবং বৈদেশিক উৎস্য থেকে প্রাপ্ত ঋণ ১৭২ কোটি ৮০ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলো হলো- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌ-পথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ) (১ম সংশোধিত)’ প্রকল্প; ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্প এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দু’টি প্রকল্প যথাক্রমে ‘ভৈরব নদ পুনঃখনন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্প ও ‘নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল পুনঃখনন শীর্ষক’ প্রকল্প।

সভার কার্যক্রমে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

Show all comments
  • Shahadat Sabbir ৩০ সেপ্টেম্বর, ২০২০, ২:০৭ এএম says : 0
    সাবাস, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় হাতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশে।
    Total Reply(0) Reply
  • অমিত ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৭ এএম says : 0
    প্রধানমন্ত্রীর এই নির্দেশনা যেন কেউ অমান্য না করে।
    Total Reply(0) Reply
  • পায়েল ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৭ এএম says : 0
    কৃষি জমি ও বসতবাড়িতে নয়, শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপন করতে হবে।
    Total Reply(0) Reply
  • খালেদ ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৭ এএম says : 0
    আমাদের কৃষিজমি কমে যাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • এনায়েতুল্লাহ ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৮ এএম says : 0
    প্রধানমন্ত্রীর মত বাকি মন্ত্রীরা যদি দেশকে নিয়ে ভাবতো তাহলে দেশের অনেক উন্নতি হতো।
    Total Reply(0) Reply
  • লিয়াকত আলী ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৯ এএম says : 0
    শুধু মেডিক্যাল বর্জ্যই নয়, সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বিশেষ গুরুত্ব দিতে হবে।
    Total Reply(0) Reply
  • দুলাল ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৯ এএম says : 0
    বাস, নৌ, বিমানসহ যেকোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যেসব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদেরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
    Total Reply(0) Reply
  • পথিক ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৩:২০ এএম says : 0
    নদীর পাড় দখলমুক্ত করতে হবে।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৩০ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৭ এএম says : 0
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সুন্দর কথা বলেছেন, ‘শিল্প করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন কেন?’ অতিমূল্যবান ও সময় উপযোগী কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু দেখার বিষয় হচ্ছে ওনার কথাগুলো প্রতিফলিত হয় কিনা......
    Total Reply(0) Reply
  • Wasimuddin ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ পিএম says : 0
    মননীয় প্রধান মনএী আমাদের ঢাকা কেরানীগন্জ এ হাউজিং এর নামে মধুসিটি জোরকরে কৃষক দের জমি দখল করতেছে এবিষয়ে জরুরি পদক্ষেপ না নিলে হাজার হাজার কৃষক কে পথে নামতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ