Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা চালিয়ে কেনিয়ার অনেক সৈন্য আটক করেছে আল-শাবাব

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার চরমপন্থ’ী গ্রুপ আল-শাবাব জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের একটি ঘাঁটিতে গত শুক্রবার তারা হামলা চালিয়ে কেনিয়ার অনেক সৈন্যকে গ্রেফতার করেছে। কেনিয়া গতকাল তাদের ৪ জন আহত সৈন্যকে বিমানে করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে, তবে কেনিয়ার সরকারি কর্মকর্তারা নিহতের কোন সংখ্যা উল্লেখ করেননি। কেনিয়ার প্রতিরক্ষা সচিব রিচেলে ওমামো সাংবাদিকদের জানান, হামলাস্থলে উদ্ধার ও অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে।
আল-শাবাব গতকাল এক বিবৃতিতে দাবি করেছে, কেনিয়ার নিহত সৈন্যদের সংখ্যা শতে পৌঁছেছে। তবে এ খবর নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি। বিবৃতিতে আরো বলা হয়, তাদের যোদ্ধারা বহু অস্ত্রপাতি ও যান আটক করেছে। সোমালিয়ায় কেনিয়ার সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে একে ‘আগ্রাসন’ বলে অভিহিতকারী আল-শাবাব বিগত দিনগুলোতে কেনিয়ার অভ্যন্তরে মারাত্মক সব আক্রমণ চালিয়েছে। সূত্র : এপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা চালিয়ে কেনিয়ার অনেক সৈন্য আটক করেছে আল-শাবাব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ