Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন শ্রমিকের মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে ১০ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উসমান (২৩), ইনসান (২২) ও শফিকুল (২২)। নিহতরা ভবনটির বাইরের দিকে তৈরি করা মাচায় কাজ করছিলেন। কাজ করার সময়ে মাচা ভেঙে তিন জনই নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ধানমন্ডি থানার এসআই মাঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি দুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মিরাটলী বাবুপুর গ্রামের সেলিম রেজার ছেলে উসমান। একই উপজেলার আটরশিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে শফিকুল। আর ইনসান একই জেলার সদর উপজেলার দক্ষিণ কৃষ্ণ নাম গ্রামের শাহজালাল মিয়ার ছেলে। নির্মাণাধীন ভবনেই থাকতেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকের-মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ