পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক
ইরাকের রাজধানীর একটি হাসপাতালে গতকাল আগুনে পুড়ে কমপক্ষে ২৪ সদ্যজাত শিশু মারা গেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রুদওয়া অনলাইন বার্তা সংস্থা একথা জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পশ্চিম বাগদাদে ইয়ারমুক হাসপাতালের একটি মা ও শিশু ওয়ার্ডে গতকাল ভোরে আগুন লাগে। এ সময় একটি অক্সিজেন ক্যাপসুল বিস্ফোরিত হবার ফলে শিশুরা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কমপক্ষে ৭টি শিশু একং ২৯ জন মহিলাকে উদ্ধার করে অপর একটি হাসপাতালে শিফ্ট করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, আগুন লাগার পর পরই তা নিয়ন্ত্রণে আনা হয়।
সূত্র জানায়, আগুন লাগার পর ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণেই শিশুরা মূলত দমবন্ধ হয়ে মারা গেছে। অগ্নিকা-ের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে। শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত হাসপাতালটি এলাকার সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। সূত্র : সিনহুয়া ও রুদওয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।