Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রথমবার হজ-ওমরায় যেতে ভিসা ফি লাগবে না

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
সউদী আরবে যারা প্রথমবার হজ এবং ওমরা করতে যাবেন, তাদের ভিসা ফি লাগবে না। তবে অন্যান্য ক্ষেত্রে ভিসা নিতে নতুন করে নির্ধারিত ফি দিতে হবে।
সউদী আরবের সংবাদমাধ্যম আল আরিয়ার এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
সোমবার সউদীর মন্ত্রিসভায় সব ধরনের ভিসা ফি নিয়ে আলোচনা হয়। প্রথমবার হজ এবং ওমরা পালনকারীদের জন্য ভিসা ফি সম্পূর্ণ প্রত্যাহার করা হলেও অন্যান্য ক্ষেত্রে ভিসা ফি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিসভা এক ঘোষণায় জানিয়েছে, সব ধরনের সিঙ্গেল এন্ট্রি ভিসায় সউদীতে প্রবেশে ভিসা ফি দিতে হবে ২ হাজার সউদী রিয়াল (৫৩৩ মার্কিন ডলার)। পর্যটকদের ক্ষেত্রেও সিঙ্গেল এন্ট্রির জন্য একই পরিমাণ অর্থ দিতে হবে।
ছয় মাসের মাল্টিপল ভিসা ফি নির্ধারিত হয়েছে ৩ হাজার রিয়াল, যেখানে এক বছরের মাল্টিপল ভিসার জন্য ফি দিতে হবে ৫ হাজার রিয়াল এবং দুই বছরের মাল্টিপল ভিসার জন্য ৮ হাজার রিয়াল ফি দিতে হবে।
সউদী মন্ত্রিসভা জানিয়েছে, যেসব দেশের সঙ্গে সউদী আরব ইতোমধ্যে দ্বিপাক্ষিক চুক্তি করেছে, সেসব দেশের ওপর এর কোনো প্রভাব পড়বে না।
আরো যেসব ভিসার জন্য নতুন করে ফি নির্ধারিত হয়েছে, তার মধ্যে ট্রানজিট ভিসার জন্য ৩ হাজার রিয়াল, সমুদ্রবন্দর ব্যবহার করে সউদী আরব থেকে বের হতে চাইলে এক্সিট ভিসা ফি দিতে হবে ৫০ রিয়াল।
নতুনভাবে নির্ধারিত ভিসা ফি কার্যকর হবে ৩ অক্টোবর ২০১৬ সাল থেকে।
সউদী আরবে থাকেন এমন কেউ দুই মাসের জন্য দেশের বাইরে গিয়ে আবার ফিরতে চাইলে ‘এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি’ ভিসা ফি বাবদ দিতে হবে ২০০ রিয়াল। দুই মাসের বেশি থাকলে প্রতি মাসের জন্য অতিরিক্ত ১০০ রিয়াল দিতে হবে। তবে তার যদি ইকামা (বসবাসের অনুমতি) থাকে, তাহলেই কেবল তিনি অতিরিক্ত সময় বাইরে অবস্থান করতে পারবেন এবং অতিরিক্ত ১০০ রিয়াল ভিসা পরিশোধ করে ফিরতে পারবেন।
দুই মাসের বেশি অর্থাৎ তিন মাসের জন্য মাল্টিপল ‘এক্সিট অ্যান্ড রি-এন্ট্রি’ ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ রিয়াল। যদি বসবাসের অনুমতি থাকলে তাহলে অতিরিক্ত প্রতি মাসের জন্য ২০০ রিয়াল দিতে হবে।
ভিসা ফি-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন রাজসিংহাসনের প্রথম উত্তরাধিকারী (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন নায়েফ। তিনি সউদী আরবের স্বরাষ্ট্রমন্ত্রীও।
এ দিনের বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা বাড়ানো হয়েছে। সূত্র : ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবার হজ-ওমরায় যেতে ভিসা ফি লাগবে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ