পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর আয়োজনে ‘ফার্মাসিউটিক্যালের শুরু হতে শেষ প্রক্রিয়া’ বিষয়ক ৪ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার শুরু হয়েছে। রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদদৌলা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভান্সড সফ্টওয়ার ও আইটি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মো: হারুন আর রশিদ এফসিএমএ। অনুষ্ঠানে সভাপত্বি করেন আইসিএমএবি’র সভাপতি আরিফ খান, এফসিএমএ। স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম এফসিএমএ। প্রশিক্ষণে আইসিএমএবি-এর ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।