পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলগাঁও এলাকায় বাসা ভাড়া নেয়ার জন্য এসে মমিনুর রহমান নামের এক বাড়ির মালিক গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার রাতে খিলগাঁওয়ের নাজদারপাড় এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ মমিনুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, মমিনুর রহমান সপরিবার দক্ষিণ গোড়ানে থাকেন। নাজদারপাড়ে তার টিনশেড বাড়ি, দোকান ও মাছের খামার রয়েছে। প্রতিদিন সকালে সেখানে তিনি আসেন। রাতে বাসায় ফিরে যান। গত রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন। একপর্যায়ে তারা কথা-কাটাকাটিতে লিপ্ত হন এবং মমিনুরকে পিস্তল দিয়ে গুলি করেন। গুলি মমিনুরের ডান হাঁটুতে লাগে। পরে রাতেই ঢাকা মেডিক্যালে অস্ত্রোপচারের পর স্বজনেরা তাকে বাসায় নিয়ে যান।
ওসি আরো জানান, গুলির ঘটনায় গতকাল সকালে মমিনুর বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করেন। ঘটনাটির তদন্ত চলছে। তবে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।