পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ মাসেও সন্ধান মেলেনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল মুন্নাফের ছেলে মেহেদী হাসান ইফতির (১৫)। দীর্ঘদিনেও ছেলেকে না পেয়ে পরিবারের লোকজনের কান্না থামছে না।
জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের পুলিশের অবসরপ্রাপ্ত এএসআই আবদুল মুন্নাফের দ্বিতীয় ছেলে মেহেদী হাসান ইফতি স্থানীয় একটি মাদরাসায় হিফজ বিভাগে পড়ত। চলতি বছরের গত ১১ মার্চ শুক্রবার দুপুরে মায়ের সাথে তার মাদরাসায় যাওয়া নিয়ে বাকবিত-া হয়।
পরে অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এনিয়ে তার পিতা চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৫৩৫) করেছেন। কেউ মাদরাসা ছাত্র ইফতির খোঁজ পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৭১৬৮৪৭৪৮৩ নাম্বারে যোগাযোগ করতে সকলের প্রতি অনুরোধ করেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল মুন্নাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।