Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিষ চুরির মামলায় শিশুর বয়স ১৯!

বিজিবির সুবেদারকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

মামলা মহিষ পাচারের। অন্যদের সঙ্গে আসামি করা হয় চতুর্থ শ্রেণীতে পড়া এক শিশুকে। এজাহারে বয়স দেখানো হয় ১৯ বছর। ঘটনাটি সিলেট জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের। এ ঘটনায় হাইকোর্ট তলব করেছেন ওই ক্যাম্পের সুবেদার সাহাবুদ্দিনকে। আগামি ৭ অক্টোবর তাকে হাজির হতে বলা হয়েছে। ব্যাখ্যা দিতে বলা হয়েছে-কি করে ১২ বছরের শিশুকে ১৯ বছর বয়স দেখানো হলো। গতকাল রোববার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে মামলার চার আসামির জামিনও মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট-তলব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ