Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্ত ১১৯৭৮ মৃত্যু ১৫৮

সশস্ত্র বাহিনীতে করোনা

| প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১১ হাজার ৯৭৮ জন (সদস্য/পরিবারবর্গ) আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১ হাজার ১৯৪ জন। আর মৃত্যুবরন করেছেন ১৫৮ জন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারবর্গের মধ্যে ১১ হাজার ১৯৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে/আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মৃতদের মধ্যে ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্য রয়েছেন। গত ১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬৪৭ জন সদস্য ও তাদের পরিবারবর্গ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। এই সময়ে একজন কর্মরত সেনাসদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং সাতজন (৬৫ বছরের ঊর্ধ্বে) অবসরপ্রাপ্ত সদস্যসহ ১০ জন সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সশস্ত্র-বাহিনী

২১ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ