Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আহমেদ টাওয়ারে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে ২২ তলা আহমেদ টাওয়ারের একটি অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের ৮ ইউনিটি ঘটনাস্থলে যায়। দুপুর সায়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
বনানী থানার ওসি নূরে আজম জানান, ওই ভবনের ১৫ তলায় একটি অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে বাইরে থেকে শুধু ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ফায়ার সার্ভিস এসে ওই ফ্লোরের জানালার গ্লাস ভেঙে দেয়। এতে কেউ হতাহত হননি। তবে ধোঁয়া বের হওয়াতে ওই ভবন ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, আহমেদ টাওয়ারের সাথে লাগোয়া এফআর টাওয়ারে গতবছর ২৮ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহমেদ-টাওয়ার

২১ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ