পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ২৫ আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে ২০৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান। বারবার তাগাদা দেয়ার পরও অপারেশনাল কার্যক্রমের তথ্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) কাছে প্রদান না করায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে ন্যাশনওয়াইড ৩৩টি, সেন্ট্রাল জোনের ২৩টি, ১৩টি জোনাল আইএসপি, ক্যাটাগরি ‘এ’ এর ৭০টি, ক্যাটাগরি ‘বি’ এর ২৬টি এবং ‘সি’ এর ৩৯টি প্রতিষ্ঠান রয়েছে। গতকাল (মঙ্গলবার) বিটিআরসি’র ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নাহিদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৫ আগস্ট থেকে এসব আইএসপি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে অপারেটর, ন্যাশনওয়াইড, সেন্ট্রাল, জোনাল এবং ক্যাটাগরি এ,বি ও সি অপারেটরদের পৃথক চিঠিতে বলা হয়, আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী অপারেশনাল কার্যক্রমের তথ্য চেয়ে সাতটি চিঠিতে অনুরোধ জানানো হয়। এরপরও তথ্য প্রদান না করায় অষ্টম চিঠিতে তথ্য ও প্রতিবেদন দাখিল না করলে ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করে চূড়ান্ত চিঠি দেয়া হয়। এর প্রেক্ষিতে কিছু প্রতিষ্ঠান প্রতিবেদন দাখিল করলেও ২০৪টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের কোনো তথ্য বিটিআরসিকে প্রদান করেনি। এর ফলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ আগস্ট থেকে এসব প্রতিষ্ঠানের সম্পূর্ণরূপে আপস্ট্রিম ক্যাপাসিটি/ব্যান্ডউইথ বন্ধ করে দেয়ার জন্য সকল আপস্ট্রিম প্রোভাইডারদের নির্দেশনা দেয়া হয়েছে। পরবর্তীতে এসব আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন বা অন্য কোনো অনুমোদন প্রদান করা হবে না। একই সাথে এসব প্রতিষ্ঠান টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিটিআরসি’র চিঠিতে উল্লেখিত ন্যাশনওয়াইড ৩৩ আইএসপি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- এবিএসকো লিমিটেড, এজিআই কমিউনিকেশন, আকিজ অনলাইন, অ্যাপল নেটওয়ার্ক, এশিয়া ইনফোসিস, বিজে ইন্টারন্যাশনাল কোম্পানি, বিটুএম টেকনোলজিস, বিকে অনলাইন, বিজনেস ট্রেড সিন্ডিকেট, কসমস টেকনোলজিস, ঢাকা টেলিফোন কোম্পানি, ডাইনামিক এনালোজিক্স, ইয়ারটেল সার্ভিস, একটু লিমিটেড, ফ্লোরা, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল এক্সেস, ইন্টিগ্রেটেড বিজনেস কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কস সল্যুউশন, আইএস প্রস, মহসিন খান ব্রিক ফিল্ড, নেক্সট কমিউনিকেশন টেকনোলজি, নেক্সটেল টেলকম, ও নেট, পিপলস টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সার্ভিস, পলি আইটি, পলিট্রেড ইন্টারন্যাশনাল, প্রীতি ইন্টারন্যাশনাল, প্রসিকা কম্পিউটার সিস্টেমস, র বিডি লিমিটেড, টেলিবার্তা, টেলিবার্তা আইসিটি, ওয়েসটেক লিমিটেড, এক্সলিংক। সেন্ট্রাল জোনের ২৩ প্রতিষ্ঠানের মধ্যেÑ ওয়ান টাচ বিডি অনলাইন, থ্রি ওয়ে কমিউনিকেশন, এডভান্সড অনলাইন, ক্যাবল এন্টারটেইনমেন্ট, সিটেক সাইবার নেট, সিটি অনলাইন, ডাটা নেট কর্পোরেশন, ডিজিটাল ভিশন, দ্রুটি নেটওয়ার্ক, ইউরোটেক লিমিটেড, গ্রীন গার্ডেন নেটওয়ার্ক, আইটি কানেক্ট, ম্যাক ইন্টারন্যাশনাল, ম্যাট্রিক্স কমিউনিকেশন, মেট্রো সেটকম, মেমো নেটওয়ার্কস, নেটওয়ার্ক সলিউশন, নইরথ অনলাইন, ওরেঞ্জ টেলিকম বিডি, রেডিসন টেকনোলজিস, সাইনাস ব্রডব্যান্ড, স্কাই বিডি, টেকনো এশিয়া ইনফোটেক।
জোনাল আইএসপি ১৩টি’র মধ্যে বিসিএস নেট, ব্রডলিংক ইন্টারন্যাশনাল, গ্লোবাল ইনফরমেশন নেটওয়ার্ক, কে আলী কমার্শিয়াল সার্ভিস, কর্ণফুলী ক্যাবল নেটওয়ার্ক, নোয়াখালী ব্রডব্যান্ড নেটওয়ার্ক, কিউ নর্থ টেকনোলজিস, রংপুর নেট, স্কাই লাইন আইএসপি, স্পেকট্রা নেট, টাচ টেল অনলাইন সিস্টেমস, ইউবি অনলাইন, ইউনিভার্সিটি অব চট্টগ্রাম। এ ক্যাটাগরির ৭০ প্রতিষ্ঠানের মধ্যে- ২৭ ফেয়ার ব্রডব্যান্ড সার্ভিস, থ্রিজি নেটওয়ার্কস টেকনোলজি, এওন পাওয়ার, এজিলা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন, আনান কমিউনিকেশন, অ্যাপোলো কম্পিউটার, এশিয়ান সিটি অনলাইন, এএসকে নেট টেকনোলজিস, বাংলা স্পিড নেট, বিগওয়ে সাইবার নেট, বিজনেস জোন, সাইবার ওয়ার্ল্ড লিংক, দাওয়াত আইটি টেলিকম, ডেল্টা এন্টারপ্রাইজ, ডিজাইন আইডিয়া, ঢাকা সিটি লিংক, ঢাকা সাইবার নেট, ঢাকা সাইবার ক্যাফ, ডিজিটেক সাইবার ক্যাফ, ডিজিটাল সাইবার ক্যাফ, ডট ম্যাট্রিক্স সাইবার জোন, ইজিনেট সিস্টেমস, এক্সন টেকনোলজিস, ফেয়ার কম্পিউটার, ফারহান সাইবার ক্যাফ, ফাইবার অপটিক নেটওয়ার্ক সলিউশনস, ফিসা কমিউনিকেশন, ফক্স আইএসপি সলিউশন, ফিউচার কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক, হানজো কমিউনিকেশন, হাই স্পিড, হাই টেক অনলাইন, ইন্ট্রিপিড ইন্টারন্যাশনাল, লিংক নেট, এম টেল, ক্লিক ওয়ার্ল্ড সাইবার স্পেস, মেট্রিক্স অনলাইন, মাইক্রো লিডস, মাইক্রোয়া সাইবার ক্যাফ, এমএসএস টেকনোলজিস, মাই সিএনডব্লিউ নেটওয়ার্ক, নেটগেইট অনলাইন, নেক্সজেন সলিউশন, নো ওয়ার বিডি, নোভা নেটওয়ার্কস, এনএসএম সফটওয়্যার, অপটিক টেকনোলজিস, ওন টেক, পল্লবী বিজনেস সার্ভিস, পৌষ কমিউনিকেশন, প্রতিভা কম্পিউটার, রেইন কমিউনিকেশন, রিলায়েন্স নেটওয়ার্ক, সার্চ টেকনোলজি, সপ্তক আইটি, সিলিকন বিডি, সিলিকন নেট, সিথি ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক, এসএম কমিউটার ইনস্টিটিউট, স্মার্ট সাইবার ক্যাফ, স্পিড সাইবার ক্যাফ, স্পিডনেট সাইবার ক্যাফ, স্টেপ নেট সিস্টেম, সীমান্তিক টেকনোলজি, টেকনো ওয়ান লাইন, টেকনো অনলাইন, টেকপার্ক, দি কম্পিউটেক, ইউনিলিংক, ইউনিভার্স সাইবার ক্যাফ, ওয়াইডম্যাক্স কমিউনিকেশনস।
ক্যাটাগরি বি’তে ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে- সিসিটি সাইবার ক্যাফ, চার্টার্ড কম্পিউটার, কম্পুমি, কম্পিউটার জোন সাইবার ক্যাফ, সাইবার জোন সাইবার ক্যাফ, সাইবেরিয়ান, দেশ সাইবার ক্যাফ, ডলফিন সাইবার ক্যাফ, ডলফিন প্লাস সাইবার ক্যাফ, ডট কম, ফ্রেইঞ্জ আই পার্ক, জিনিয়াস সাইবার নেট, গো ফাস্ট সাইবার ক্যাফ, গ্রীন কমিউনিকেশন এন্ড সাইবার ক্যাফ, হেরামন অনলাইন, ইসা সাইবার ক্যাফ, জাহান সাইবার ক্যাফ ও টেলিকম, স্পাইডার নেটওয়ার্ক, টেলিকম মিডিয়া সার্ভিস, ইউনিক কম্পিউটার এডুকেশন।
ক্যাটাগরি সি’তে রয়েছে ৩৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে- এজি আইটি ফার্ম, এয়ারনেট কমিউনিকেশন, আলতাফ খান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আরতি নেট, বিবাড়িয়া নেট, ব্যাপন টেকনোলজি, ভালুকা আইটি, ব্রাদার ডিজিটাল সিস্টেম, সেন্ট্রাল ডট নেট, কম্পিউটার কমপ্লেক্স, ক্রিয়েশন অনলাইন, সাইবার নেট কমিউনিকেশন, ইফতি এন্টারপ্রাইজ, ইজোন, ফক্স আইএসপি সাপোর্ট, গাউসিয়া অনলাইন, গ্লোরিয়াস কম্পিউটারস, হক কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড সাইবার ক্যাফ, আই স্মার্ট নেট, কেবিজেড অনলাইন, খান অনলাইন, লক্ষ্মীপুর অনলাইন, লাইভস সাইবার ক্যাফ, মেট্রো ক্যাবল স্যাটেলাইট, এমটিএন কম, নিউরন ইনস্টিটিউশন অব ইনফরমেশন টেকনোলজি, নিলিমা ব্রডব্যান্ড, রংপুর নেট, রেল নেটওয়ার্কস, রূপসী অনলাইন, সরকার আইটি এন্ড ক্যাফ, এসডট নেট সাইবার ক্যাফ, স্কাই নেট টেকনোলজিস, সানি কম্পিউটার, দি জার্মান টেকনোলজি ইনস্টিটিউট এন্ড সাইবার সিটি, উলিপুর, আলটিমেইট সলিউশন, ইয়াহইয়া ডট কম, জিয়াদ এন্টারপ্রাইজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।