পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাহরাইন ইসরাঈল শান্তিচুক্তি মুসলিম বিশ্বে নতুন সঙ্কট তৈরি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, আমিরাতের পর বাহরাইন ইসরাঈলের সাথে চুক্তি করাটা মুসলিম উম্মাহর জন্য অশনিসঙ্কেত। এমনকি খোদ বাহরাইনের জনগণও সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। বাহরাইন সরকারকে এহেন বিশ্বাসঘাতকতাপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় আয়োজিত শুরা তারবিয়াতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।
সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, করোনা ক্লান্ত বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এমতাবস্থায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকান্ড, সীমান্ত হত্যা দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। যা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এসবের জন্য প্রকৃতপক্ষে আল্লাহর আইনের বিপরীতে মানবরচিত সমাজব্যবস্থা দায়ী। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে। তারবিয়াতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, অর্থ ও কল্যাণ সম্পাদক ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদক এম এ হাসিব গোলদার, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান ও সদস্য মুনতাসির আহমাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।