Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারতের সীমান্ত ভয়ঙ্কর

কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সীমান্তে মানুষ হত্যার ব্যাপারে সরকার কেন নিশ্চুপ সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি এতো করুন অবস্থা, দেশের সার্বভৌমত্ব এতো দূর্বল যে আপনার প্রায় দুইদিন-তিন দিন পর বর্ডারে আপনার মানুষকে মারছে। মানুষ হত্যা করছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে। পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ংকর সীমান্ত হচ্ছে বাংলাদেশ-ভারতের এই সীমান্ত। আপনি এতো নতজানু সরকার যে একটা প্রতিবাদও করতে পারছেন না এটার জন্য। আপনার পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রী সম্পর্ক। স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকলে সীমান্তে মানুষ মারা যায় কিনা? অর্থাৎ এই কথাটার মধ্যে আপনাদের যে আনুগত্য কত হেয় টাইপের এটা অত্যন্ত সুস্পষ্ট।

গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মরহুম শফিউল বারী বাবুর স্মরণে এতিম শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, কয়েকদিন আগে চাপাইনবাবগঞ্জের বর্ডারে একজন গুলিবিদ্ধ হচ্ছে, সুনামগঞ্জের বর্ডারে একজন গু্লিিবদ্ধ হচ্ছে, না হলে লারমনিরহাটের বর্ডারে একজন গুলিবিদ্ধ হচ্ছে, না হলে মেরে ফেলা হচ্ছে। সরকার একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না।

বিএনপি সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নীতি হচ্ছে, পার্শ্ববর্তী দেশ, দূরবর্তী দেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাথতে চায়। কিন্তু নিজের স্বার্থকে ক্ষুন্ন করে নয়। কিন্তু শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজের দেশের স্বার্থকেও তিনি বিসর্জন দিচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক।

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, এই ক্যাসিনো কান্ড, যারা লুটপাট করেছে সরকারি টাকা, সেই সরকারি টাকা লুটপাটকারীদের আমরা দেখেছি। কিন্তু এদের কাছ থেকে যারা বখরা পেয়েছে সেই সমস্ত নেতারা, সেই সমস্ত গডফাদারদেরকে তো স্পর্শও করতে পারেনি দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী।

রিজভী বলেন, আইন, বিচার, প্রশাসন, আইনি প্রক্রিয়া- সব কিছু সরকার প্রধানের নির্দেশে হয়। সব কিছু তার কথায় হয়। অর্থাৎ সে যাকে পছন্দ করে না তাকে জেলে যেতে হবে, তাকে মামলায় পড়তে হবে, সে নিরুদ্দেশ হবে, সে গুম হবে। আর যে তার প্রিয় লোকজন তা শত শত কোটি টাকা দুর্নীতি হোক, পর্দাকান্ড, বালিশকান্ড হোক-তাদের সাত খুন মাফ, সব কিছু মাফ। আজকে লুটেরা লীগে পরিণত হয়েছে আওয়ামী লীগ। এটা আজকে বাস্তবতা। প্রতিদিন খবরের কাগজ খুললে তার প্রমাণ দেখবেন।

সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল ও যুগ্ম সম্পাদক সাদরেজ জামান বক্তব্য রাখেন।পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।



 

Show all comments
  • M H Alsayad ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৫ এএম says : 0
    পূর্বেও এমন ঘটনা অনেক বাড় ঘটেছে। কিন্তুু আমাদের সরকার কখনো ভারতের সাথে কঠোর ভাবে আলোচনা করেনি। বারবার বাংলাদেশের ভিতরে গুলি করে মানুষ হত্যা করছে ভারত। ভারত কোনো দিন বাংলাদেশের বন্ধু ছিলনা। ভারত নিজের সার্থ ছাড়া কিছু করে না।
    Total Reply(0) Reply
  • টুনা টুনটুনির গল্প ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৬ এএম says : 0
    সত্যি কথা হলো,ভারত আমাদের ভালো কখন ও চায় না!আর ওরা যতটা বন্ধুত্ব্ব পূর্ণ ভাব দেখায় সেটা শুধু ওদের স্বার্থের জন্য।
    Total Reply(0) Reply
  • টুনা টুনটুনির গল্প ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৬ এএম says : 0
    সত্যি কথা হলো,ভারত আমাদের ভালো কখন ও চায় না!আর ওরা যতটা বন্ধুত্ব্ব পূর্ণ ভাব দেখায় সেটা শুধু ওদের স্বার্থের জন্য।
    Total Reply(0) Reply
  • Anayet Ullah Himal ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৬ এএম says : 0
    বাংলাদেশের একটা মানুষ মারবেতো তাদের দশটা আর্মি মারবেন।তাহলে তারা একই অপরাধ বারবার করতে কলিজা কাপবে।
    Total Reply(0) Reply
  • Abdullah Mahmud ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৮ এএম says : 0
    কিছুই বলার নেই
    Total Reply(0) Reply
  • Jahid Hasan ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৮ এএম says : 0
    বাংলাদেশে সরকার গঠন করতে জনগণের ভোট লাগে না !!
    Total Reply(0) Reply
  • মোঃজনী চৌধুরী ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৯ এএম says : 0
    আফসোস, এমন একটা রাজনৈতিক দল নাই যারা জনগণের জন্য কথা বলবে।
    Total Reply(0) Reply
  • Sm-Sohel Uddin Sahel ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:২০ এএম says : 0
    ভারতীয়দের বর্ডার হত্যা কান্ডের বিরোধিতা বা প্রতিবাদ শুধুমাত্র বিএনপির নেতা কর্মী সমর্থকরাই করে।
    Total Reply(0) Reply
  • HANNAN ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৭ এএম says : 0
    ভারত কোনো দিন বাংলাদেশের বন্ধু ছিলনা। সত্যি কথা হলো,ভারত আমাদের ভালো কখন ও চায় না!আর ওরা যতটা বন্ধুত্ব্ব পূর্ণ ভাব দেখায় সেটা শুধু ওদের স্বার্থের জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-ভারত

৯ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ