Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ সেপ্টেম্বর বস্ত্র-পাট মন্ত্রণালয় ঘেরাও

কমিউনিস্ট পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

দেশের পাটশিল্প রক্ষায় ব্যর্থ হওয়ায় এবং পাটকল বন্ধ করায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। গতকাল শনিবার এক বিবৃতি তিনি এ দাবি জানান। এম এ সামাদ বলেন, পাটের নিত্যনতুন ব্যবহার উদ্ভাবন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাটখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাটকল বন্ধ করে দেয়া পাটশিল্পের সাথে সংশ্লিষ্ট কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। পাটকল বন্ধের ফলে এ শিল্পের হাজারও শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’

এম এ সামাদ জানান, ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগ, বন্ধ সকল পাটকল চালু ও পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও সকল বকেয়া প্রদানের তিন দফা দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তারপরও দাবি মেনে না নেয়া হলে শ্রমিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বস্ত্র-পাট-মন্ত্রণালয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ