Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পরিবেশদূষণ ১৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানা ও পাহাড় কাটায় এক ব্যক্তিকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুনানি শেষে গতকাল রোববার পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী এ ক্ষতিপূরণ ও জরিমানার আদেশ দেন। তিনি জানান, চট্টগ্রাম ইপিজেড এলাকার চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টসকে টানা ১০ দিনে ৯২ হাজার ৩শ ঘনমিটার তরল বর্জ্য নির্গত করে পরিবশে দূষিত করায় ১৪ লাখ ৭৬ হাজার ৮শ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক নুর মোহাম্মদ শুনানিতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে নগরীর খুলশী এলাকায় পাহাড় কাটার দায়ে মো. মোতাহের হোসেন চৌধুরীকে এক লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। একই সাথে কর্তনকৃত তিন হাজার ৬শ ঘনফুট পাহাড় আগের অবস্থায় ফিরিয়ে আনারও নির্দেশনা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ