পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান জিওলজিস্ট ড. মো. ইব্রাহীম খলিল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. মো. ইব্রাহীম খলিল ১৯৭২ সালের ১ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০১ সালের ২২ মার্চ কমিশনে জিওলজিস্ট হিসাবে যোগদান করেন।
তিনি সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা কার্যক্রমের পাশাপাশি কমিশনের প্রধান কার্যালয়ের বিজনেজ ডেভলপমেন্ট ইউনিটে গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
তিনি বিজ্ঞানীদের সংগঠন ‘বায়েসা’-এর কমিটির একজন পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বায়েসার সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিশনের সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।