Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না

আলোচনা অনুষ্ঠানে মেয়র আতিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে যার সঠিক ব্যবস্থাপনা হচ্ছে না। গতকাল এসডো আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন।
‘বিল্ডিং জিরো ওয়েস্ট কম্যুনিটিস ফর অ্যা পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্প শুরুর উদ্দেশ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সরকারী কর্মকর্তা এবং প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার বিপুল পরিমাণ বর্জ্য সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দূষণের হাত থেকে রাজধানীবাসী রক্ষা পাবে।

পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. একেএম রফিক আহমেদ বলেন, আমরা সকলেই বর্জ্যমুক্ত পরিবেশ চাই। কিন্তু নিজের শহর পরিচ্ছন্ন রাখতে খুব কম লোকই এগিয়ে আসে। আমি মনে করি একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়তে আমাদের সকলের স্বতন্ত্রভাবে কাজ করা উচিত।

আলোচনায় আরো নেন সাবেক সচিব ও এসডো’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, গায়া এশিয়া প্যাসিফিক এর ভারতের সমন্বয়কারী, শিবু নায়ার, এসডো’র মহাসচিব ড. শাহরিয়ার হোসেন, নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা সহ এসডো’র অন্যান্য সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্জ্য-ব্যবস্থাপনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ