Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য সুখবর

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা নক্ষত্রবাড়ি রিসোর্টে মাত্র ৭ হাজার ২৫০ টাকায় পাচ্ছেন দুইদিন এক রাতের অবকাশ যাপনের সুযোগ। বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক তাদের প্রিয়জন গ্রাহকদের জন্য নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টারের সাথে স¤প্রতি একটি চুক্তিস্বাক্ষর করেছে। চুক্তিটি বাংলালিংকের হেড অফ কমার্শিয়াল স্ট্র্যাটেজি ও প্ল্যানিং, মার্কেটিং আবদুল্লাহ ফয়েজ এবং নক্ষত্রবাড়ি রিসোর্ট এন্ড কনফারেন্স সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর তৌকির আহমেদের উপস্থিতিতে গুলশান-১ এ বাংলালিংক-এর প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা মাত্র ৭ হাজার ২৫০ টাকায় নক্ষত্রবাড়ি হোটেল বিল্ডিং-এ দুই জনের জন্য দুইদিন এক রাতের অবকাশ যাপনের সুযোগ পাবেন, সাথে থাকছে তিন বেলার খাবার। এছাড়াও গ্রাহকদের জন্য মাত্র ৮ হাজার ২৫০ টাকায় নক্ষত্রবাড়ি ওয়াটার বাংলোতে থাকছে তিন বেলা খাবারসহ দুই জনের জন্য দুইদিন এক রাতের অবকাশ যাপনের সুযোগ। এই অফারটি চলবে ৪ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই অফারগুলোর পাশাপাশি প্রিয়জন গ্রাহকরা সকল ধরনের রুমের ওপর সাপ্তাহিক ছুটি ও বন্ধের দিনগুলোতে ২০ শতাংশ মূল্যছাড় এবং সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ৪০ শতাংশ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, পুরোদিনের প্যাকেজের ওপর ২০ শতাংশ ছাড় এবং কনফারেন্স রুমের ওপর ৩০ শতাংশ ছাড় রয়েছে, যা চলবে ১১ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ৩১ জুলাই পর্যন্ত। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার মার্কেটিং, ইয়াসির আরাফাত হোসেন; লয়্যালটি ও পার্টনারশিপ ম্যানেজার মার্কেটিং, ফারহানা সিনথিয়া; কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার আংকিত সুরেকা। এতে আরও উপস্থিত ছিলেন নক্ষত্রবাড়ি রিসোর্ট ও কনফারেন্স সেন্টারের ম্যানেজার, মার্কেটিং ও সেল্স, আব্দুর রহমান রাসেল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস, মার্কেটিং এন্ড পিআর) নিজামউদ্দিন আল সুমন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য সুখবর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ