পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনের মিশ্র প্রবণতায় শেষ হয়েছে গতকালের কার্যক্রম। গত রোববারের চেয়ে সোমবার ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
সোমবার ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ২৮ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৫ কোটি ০১ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১১৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৪টি কোম্পানির শেয়ারদর।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, সিভিও পেট্রো কেমিক্যাল, ডিবিএইচ, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল পলিমার, মবিল যমুনা এবং বিডি থাই।
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৮১ লাখ টাকার বেশি। এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ০৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেঙ্গল উইন্ডসর, তিতাস গ্যাস, বিএসআরএম লিমিটেড, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
কারণ ছাড়াই বাড়ছে সোনালী আঁশের শেয়ারদর
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি সোনালী আঁশের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১০ জুলাই শেয়ারটির দর ছিল ১২২ টাকা। রোববার (৭ আগস্ট) তা বেড়ে ১৬৪ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ২২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪২ টাকা বা ২৫ দশমিক ৬০ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ারদর। গত ৫২ সপ্তাহে কোম্পানির শেয়ার ১১১ টাকা ১০ পয়সা থেকে ১৬৫ টাকা ৭০ টাকায় বেচাকেনা হয়। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।