পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) নির্বাচনে সাবেক সভাপতি সাদেকুর রহমান পুনঃনির্বাচিত হয়েছেন। ৩৯টি পদের মধ্যে সাদেকুর রহমানের প্যানেল ৩৮টি পদে বিজয়ী হয়েছেন। শুধু সংগ্রাম পরিষদ থেকে সদস্য পদে জাকির হোসেন রনি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির কমিটি ৩৯ জনের। এর মধ্যে ১ জন সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ৩৪ জন সদস্য। কমিটির মেয়াদ ২ বছর (২০১৬-১৮)। দেশের সব ফার্মেসিতে মানসম্মত ওষুধ প্রাপ্তির নিশ্চতায় ও বাজার থেকে নকল ভেজাল ও মানহীন ওষুধ বিক্রি বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নবনির্বাচিত প্রতিনিধি সংগ্রাম পরিষদের জাকির হোসেন রনি। জাকির হোসেন রনি জানান, ফার্মেসিগুলোতে যাতে মানসম্মত ওষুধ পাওয়া যায় সেদিকে নজর দেয়া হবে। এজন্য কোম্পানিগুলোর বিশেষ ভ‚মিকা নেয়া দরকার। দোকানিদের সুবিধা বাড়িয়ে দিলে মানহীন ওষুধ বিক্রিতে তারা নিরুৎসাহী হবেন। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কোম্পানিগুলো যেন নিজ উদ্যোগে বাজার থেকে তুলে তা ধ্বংস করে দেয়। তাহলে অসৎ ব্যবসায়ীরা সেটিতে তারিখ পরিবর্তন করে পুনরায় বিক্রির সুযোগ পাবে না। এতে সৎ ব্যবসায়ীরাও ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের বিভিন্ন হয়রানি থেকে রেহাই পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।