Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশান শপিং সেন্টারে আগুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

রাজধানীর গুলশান শপিং সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের সময় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে গুলশান শপিং সেন্টারের ৬ তলায় শমসের অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার গোডাউনে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাই আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। কোনো ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত সাপেক্ষ জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, রাত ৩টা ২০ মিনিটে গুলশান শপিং সেন্টারের ছয়তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।
পরে সকাল ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করে জানানো হবে। এদিকে, আগুনের খবরে রাতেই মার্কেটের সামনে আসতে থাকে দোকানিরা। তারা অভিযোগ করেন, মার্কেট থেকে তাদের সরিয়ে দিতে কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়ে থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপিং-সেন্টার

১২ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ