পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা
ভারতের পর্যটন খাতে বাংলাদেশ একটি বড় অবদানকারী দেশ হিসেবে উঠে আসছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেছেন, বাংলাদেশিদের ভিসা দেয়ার বিষয়টি সহজ করা হয়েছে।
গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক মধ্যাহ্ন ভোজসভায় ভারতীয় হাইকমিশনার বলেন, গত ঈদের সময়ে ভিসা ক্যাম্প করে প্রায় ৬০ হাজার ভিসা দেয়া হয়েছে। এটি বাংলাদেশি পর্যটক বাড়াতে আরও ভূমিকা রেখেছে।
২০১৫ সাল থেকে ব্যবসায়িক ভিসা দেয়ার বিষয়টি আরও উদার করা হয়েছে উল্লেখ করে হর্ষবর্ধন বলেন, এ সময় সাত হাজার ব্যবসায়ীকে পাঁচ বছর মেয়াদি ভিসা দেয়া হয়েছে। শুধু বড়দের নয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরও এ ভিসা দেয়া হবে।
ভোজসভায় শুরুতে দেয়া বক্তব্যে এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ভিসা দেয়ার ক্ষেত্রে ভারতীয় দূতাবাস আগের চেয়ে উদার হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশিরা ভারতে গিয়ে অন-অ্যারাইভাল ভিসা পাবে বলে আশা করা যায়।
অনুষ্ঠানে এফবিসিসিআই ও এমসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।