Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধ করে কেউ পার পাবে না : সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, অপরাধ করে কেউ পার পাবে না। তিনি সিএমপিতে কর্মরতদের পেশাদারিত্বের বাইরে কোন কর্মকান্ডে না জড়ানোর আহবান জানান। গতকাল বৃহস্পতিবার নগরীর দামপাড়া পুলিশ লাইনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে নতুন কমিশনার এসব কথা বলেন। থানাকে দালালমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, পুলিশের সেবার মূলকেন্দ্র হচ্ছে থানা। সেখানে যাতে মানুষ হয়রানি ছাড়া সেবা পায় সেটি নিশ্চিত করা হবে। থানার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। বড় অঙ্কের টাকার বিনিময়ে থানার ওসি পদায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব কাজ কেউ প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়ে করে না। সুতরাং আপনারা আমাকে পর্যবেক্ষণ করুন, আমার কাজ দেখুন।
বিচার বহির্ভূত হত্যাকান্ড প্রসঙ্গে তিনি বলেন, এটা আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেখব। কোন ব্যক্তির দায় পুরো বাহিনী নেবে না। প্রত্যেককে তার নিজের দায় নিতে হবে। যেসব পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগে মামলা হয়েছে, মামলার সঠিক তদন্ত হবে। প্রত্যেককে তার নিজের দায় নিতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, এস এম মোস্তাক আহমেদ খান, শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএমপি-কমিশনার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ