পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা পরিস্থিতির মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ সংসদের নবম অধিবেশন মাত্র ৫ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত আগের দুটি অধিবেশনের মতোই সংসদ সদস্যরা মাস্ক ও গ্লাভস পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশন কক্ষে কর্মরত কর্মচারীরাও একই ভাবে দায়িত্ব পালন করেছেন।
অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশ পাঠ করার আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, এই অধিবেশনে ৬টি বিল পাস হয়েছে। আর দু’টি বিল উত্থাপন হয়। এছাড়া একটি বিল প্রত্যাহার করা হয়েছে। অধিবেশনের জন্য ৭১ বিধিতে ৩৮টি নোটিশ পাওয়া যায়। তবে কোন নোটিশ নিয়ে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭টি প্রশ্ন পাওয়া যায়। যারমধ্যে তিনি সাতটি প্রশ্নের উত্তর দেন। অন্য মন্ত্রীদের জন্য ৬৬১টি প্রশ্ন পাওয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।