Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রলোভনমূলক বিদেশী বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিদেশী কোনো প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিনিয়োগের প্রলোভনের বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল (সোমবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এমন সতর্কবাতা দেয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক খাতের তত্ত্বাবধায়ক কর্র্তৃপক্ষের লাইসেন্সধারী সুনাম ও সংগতিসম্পন্ন অর্থায়ন প্রতিষ্ঠান নয়Ñএমন পক্ষ থেকে বাংলাদেশের উদ্যোক্তারা অনেক সময় বড় বড় অঙ্কের আকর্ষণীয় বিদেশী বিনিয়োগ জোগানের প্রস্তাব পেয়ে থাকেন। তারা এসব প্রস্তাব নিয়ে কর্তৃপক্ষের সম্মতি, অনাপত্তি ও অনুমোদন লাভের জন্য ব্যাংকগুলোর বা সরকারি মন্ত্রণালয়ের দ্বারস্থ হন।
এতে আরো বলা হয়, প্রশ্নযোগ্য পরিচিতির ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পাওয়া এসব তহবিল যোগান প্রস্তাব সাধারণত তথ্যগতভাবে অসম্পূর্ণ, অস্বচ্ছ প্রকৃতির হয়ে থাকে। যা থেকে বিনিয়োগের জন্য প্রস্তাবিত তহবিল অপরাধ বা সন্ত্রাসমূলক তৎপরতা উৎসের না হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। প্রায় ক্ষেত্রেই প্রলোভনমূলক প্রস্তাবগুলোর মূল উদ্দেশ্য থাকে বিনিয়োগ নয়, বরং বিনিয়োগ এনে দেবার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ সরলমনা উদ্যোক্তাদের থেকে প্রাথমিক ব্যয়ের নামে কিছু অর্থ আদায় করা।
তাই এ ধরনের প্রলোভনমূলক প্রস্তাবের বিষয়ে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি সম্পর্কে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সতর্ক হওয়ার পাশাপাশি তাদের উদ্যোক্তা ও গ্রাহদের মধ্যে সচেতনতা ও সতর্কতামূলক পদক্ষেপ নেয়া সমীচীন হবে। এজন্য গ্রাহকদের হাতে পাওয়া বিনিয়োগ প্রস্তাবগুলোয় বিনিয়োগ তহবিল জোগানকারীর পরিচিতি, সুনাম ও সংগতির তথ্যাদির যথাযথ যাচাই এবং প্রয়োজনমতো পূর্ণাঙ্গ তথ্য চাওয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। এছাড়া বিনিয়োগ প্রস্তাবে উল্লেখ করা পদ্ধতিগত প্রক্রিয়ায় আন্তর্জাতিকভাবে সক্রিয় কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার উল্লেখ থাকলে সেটির যথার্থতা সম্পর্কে ঐ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিশ্চিত হবার পরই কেবল পরবর্তী পদক্ষেপ নেয়া বাঞ্ছনীয় হবে। আর স্থানীয় উদ্যোক্তা গ্রাহকের হাতে পাওয়া বিদেশী বিনিয়োগ প্রস্তাব প্রাথমিক পরীক্ষায় সন্দেহজনক মনে হলে গ্রাহককে সে বিষয়ে যথাযথভাবে অবহিত করে সতর্কতামূলক উপদেশ দেয়ার দায়িত্ব ব্যাংকগুলোকে পালন করতে হবে।
এ বিষয়ে ব্যাংকগুলোর আঞ্চলিক ও শাখা পর্যায়ের সকল কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহীদের এবং তাদের মাধ্যমে উদ্যোক্তা গ্রাহকদের যথাযথভাবে অবহিত করার পদক্ষেপ নিতে হবে। শুধু তাই নয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে গৃহীত ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে জানানোর অনুরোধ করা হয়েছে সার্কুলারে।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রলোভনমূলক বিদেশী বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ