পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
৫ মাসের বকেয়া বেতনের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন হলি ফ্যামিলির কর্মচারিরা। প্রায় দেড় থেকে দুইশ চিকিৎসক-কর্মচারী গতকাল হাসপাতালের পরিচালক প্রফেসর মোহাম্মদ মোর্শেদের কক্ষের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করেন। বেলা একটা পর্যন্ত বিক্ষোভকারীরা পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করেন। পরে বেতন দেয়ার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
তাদের অভিযোগ, করোনাকালে কাজ করলেও বেতন না পাওয়ায় দুর্বিষহ সময় পার করছেন তারা। ভাড়া দিতে না পারায় অনেককেই ছাড়তে হচ্ছে বাড়ি।
হাসপাতালের পরিচালকের অফিস কক্ষ ঘেরাও করলে, আগামী রোববারের মধ্যে অন্তত এক মাসের বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। তবে কর্মচারীরা বলছেন, এর আগে এমন আশ্বাস দিয়েও তা কার্যকর করেনি কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।