পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছাত্রলীগের পিটুনিতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার অভিযোগ গঠন আদেশ ১৫ সেপ্টেম্বর। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো.কামরুজ্জামান এ তারিখ ধার্য করেন। এর আগে সরকার (প্রসিকিউশন) এবং আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের ওপর শুনানি করেন। পরে আদালত ১৫ সেপ্টেম্ব এ সংক্রান্ত আদেশের তারিখ ধার্য করের। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি সম্পন্ন করে রাষ্ট্র এবং আসামিপক্ষ। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখার তৎকালিন ছাত্রলীগ নেতারা। এ মামলায় ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। তদন্ত করে ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।