Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো কর্মী নেয়া ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস

জর্ডানের শ্রমমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ জর্ডানের রাজধানী আম্মানে গতকাল সেদেশের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী’র সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি তৈরি পোশাক ও গৃহকর্মী খাতে বাংলাদেশী নারী ও পুরুষ কর্মীর জর্ডানে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় সেদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী কল্যাণমন্ত্রী সেদেশের শ্রমমন্ত্রীকে বাংলাদেশী কর্মীদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান। তিনি গার্মেন্টস ও গৃহকর্মী ছাড়াও কৃষি ও নির্মাণ খাতসহ অন্যান্য খাতে পুরুষ কর্মী নেয়ার বিষয়ে জর্ডানের শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।
তৈরি পোশাক খাতে জর্ডানে ব্যাপক বাংলাদেশী কর্মীর চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আগামীতে তৈরি পোশাক খাতসহ অন্যান্য খাতে আরও দক্ষ কর্মী প্রেরণ করা সম্ভব হবে। বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন ট্রেডে নারী ও পুরুষ কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বিভিন্ন ট্রেডে তাদের দক্ষতা উল্লেখ করার মত বলে মন্ত্রী উল্লেখ করেন। উল্লেখ্য যে, ২০১২ সাল থেকে জর্ডানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করার পর থেকে বাংলাদেশ থেকে জর্ডানে কর্মী প্রেরণের পরিমাণ বেড়েছে। বর্তমানে সেদেশে ১ লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশী কর্মী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। ২০১৫ সালে ২২ হাজার ৯৩ জন বাংলাদেশী কর্মীর জর্ডানে কর্মসংস্থান হয়েছে।  
জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী বাংলাদেশে তৈরি পোশাক ও গৃহকর্মীদের কাজের প্রশংসা করেন। শ্রমমন্ত্রী বাংলাদেশ থেকে আরও কর্মী নেয়া এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধাদির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে পারস্পরিক দৃঢ় সম্পর্ক, ইতিহাস ও সংস্কৃতি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা ছাড়াও জর্ডানে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের সার্বিক কল্যাণের বিষয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিবৃন্দ উভয় দেশের মধ্যকার যৌথ কমিটি অনুমোদিত বিষয়টি আলোচনা করেন। উল্লেখ্য, জর্ডানে জনশক্তি রফতানি বিষয়ক সমঝোতা স্বাক্ষর চুক্তি অনুযায়ী প্রতিবছর যৌথকমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার শর্ত রয়েছে। এ লক্ষ্যে গত এপ্রিল ২০১৫-এ যৌথকমিটির প্রথম বৈঠক ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। শর্তানুযায়ী ২য় বৈঠকটি জর্ডানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জর্ডান সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।  
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব মোঃ আজাহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, মন্ত্রীর একান্ত সচিব মু. মুহসিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে জর্ডানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটি’র শ্রম সচিব ফারুক আল হাদিদী, অতিরিক্ত সচিব আমজাদ ওয়াহসাহ, হেড অভ মাইগেন্ট ওয়ার্কার্স ডিপার্টমেন্টের ইব্রাহিম আল সাকেত, হেয়া নাকায়ী, হাইতাম খাসাওনা, হামাদ আল হাইসা, আব্দুল্লাহ আজবুর ও ড. রাগাদা ফাওরী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ৫ দিনের এক সরকারি সফরে জর্ডানে অবস্থান করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরো কর্মী নেয়া ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ