পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকে উৎসাহ দিচ্ছে। দেশীয় বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ আসছেও। অনেকে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে এমন আরেকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গ্লােবাল মাইডাস গ্রুপ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়ে সরাসরি বসে আলোচনার প্রস্তাব দিয়েছে গ্লােবাল মাইডাস গ্রুপের চেয়ারম্যান ইন্ডার প্রিট সিং।
ইআরডির যুক্তরাষ্ট্র ও জাপান উইংয়ের প্রধান এবং অতিরিক্ত সচিব শহিদুল ইসলাম বরাবর এ চিঠি দিয়েছে গ্লােবাল মাইডাস। চিঠিটি পড়েছেন ইআরডির এশিয়া, জেইসি ও এফঅ্যান্ডএফ উইংয়ের প্রধান এবং অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। তিনি বলেন, চিঠি দেখেছি। তারা হয়তো আমাদের সঙ্গে কাজ করতে চায়। তবে তাদের সঙ্গে আমাদের এখনো কোনো ধরনের আলোচনা হয়নি। তিনি বলেন, অনেকেই তো প্রস্তাব দেয়। প্রস্তাব দিলেই কি হয় সব? তবে যতক্ষণ পর্যন্ত আলোচনা না করি, ততক্ষণ পর্যন্ত বলার কিছু নেই। এটা নিয়ে আমরা কাজও করছি না এখন।
গ্রুপের চেয়ারম্যান ইন্ডার প্রিট সিংয়ের দেয়া চিঠিতে বলা হয়েছে, ইআরডির সঙ্গে তারা সামনাসামনি কথা বলতে চান। তারা আলোচনার জন্য আমন্ত্রণপত্র চান। ভ্রমণ, থাকা ও নিরাপত্তা ব্যবস্থা চেয়েছেন তারা।
চিঠিতে গ্লােবাল মাইডাস উল্লেখ করেছে, তারা রাষ্ট্রের সঙ্গে কাজ করে। মেঘা গ্রিন ফিল্ড প্রজেক্ট, রেলওয়ে, মেট্রো, মনোরেল প্রজেক্ট, বিমানবন্দর উন্নয়ন, বিদ্যুৎ কেন্দ্র, রিফাইনারিজ, বন্দর উন্নয়ন, রিয়েল এস্টেট, আইটি পার্ক, লজিস্টিকস পার্ক, শিল্পাঞ্চল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপসহ (পিপিপি) বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।