Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জবাবদিহিতা নিশ্চিত করা হবে’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় চলে। এজন্য জনগণের কাছে জবাবদিহিতার বাধ্যবাধকতা রয়েছে। এ জবাবদিহিতা শতভাগ নিশ্চিত করা হবে।
তিনি গতকাল সোমবার নগরবাসীর অভাব-অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনতে গণ সাক্ষাতকারকালে একথা বলেন। নগরবাসীর সমস্যার দ্রুত সমাধান করতে এ উদ্যোগ নিয়েছেন প্রশাসক। তিনি বলেন, চট্টলবীর মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর পথ ও দৃষ্টিভঙ্গি দিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত প্রশাসকের দায়িত্ব পালন করে যাচ্ছি। কম সময়ের মধ্যে যতটুকু সম্ভব নগরবাসীর দুর্ভোগ লাঘবে সাধারণ মানুষের কথাগুলো শুনে তার দ্রুত সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখবো। প্রথম দিনে তিনি ২০টি অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি-প্রশাসক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ