Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই সিরিজের আওতায় পুলিশের সকল মোবাইল

গ্রামীণ ফোনের সাথে চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

পুলিশের মোবাইল নেটওয়ার্ক একই প্লাটফর্মে একই সিরিজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পুলিশ এবং গ্রামীণ ফোনের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ গত ১০ বছরে অনেক এক্সপান্ড করেছে। পুলিশের ইউনিটের সংখ্যা বেড়েছে, সদস্য বেড়েছে। তাই পুলিশের কমিউনিকেশন সিস্টেম বাড়াতে হয়েছে। বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে আমরা একই প্লাটফর্মে নিয়ে আসতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা বাংলাদেশ পুলিশকে একটি প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। জনগণকে স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে একটি নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আমরা গ্রামীণ ফোনের সহযোগিতায় পুলিশের মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে একই সিরিজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছি। আমাদের প্রয়োজন নিরবচ্ছিন্ন সিকিউরড শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্ক প্রদানে সহযোগিতা করার জন্য বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোনের সিইওসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান আইজিপি।

গ্রামীণ ফোনের প্রধান নিবার্হী কর্মকর্তা ইয়সির আজমান বলেন, করোনাকালে জনগণকে সেবাদানের পাশাপাশি জরুরী সেবা প্রতিষ্ঠান বিশেষ করে মোবাইল অপারেটরদের সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে। বাংলাদেশ পুলিশের মত একটি ঐতিহ্যবাহী ও বৃহৎ সংগঠনের সাথে কাজ করতে পেরে গ্রামীণ ফোন গর্বিত ও আনন্দিত। আজকের এ চুক্তির মধ্য দিয়ে পুলিশ এবং গ্রামীণ ফোনের মধ্যে সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হলো। তিনি বলেন, গ্রামীণ ফোন পুলিশকে নিরবচ্ছিন্ন ও সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল সেবা প্রদানে সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে আইজিপি এবং গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অতিরিক্ত আইজিপিগণের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের পক্ষে এআইজি (প্রশাসন) মো. মাসুদুর রহমান এবং গ্রামীণ ফোনের পক্ষে চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান চুক্তি স্বাক্ষর করেন। উল্লেখ্য, এ চুক্তির আওতায় গ্রামীণ ফোন বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ প্রদান করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণ-ফোন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ