Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদেও মানুষ নিরাপদ না

সংসদে এমপি হারুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিএনপির দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেন, আমাদের দেশ মসজিদের দেশ। মানুষ আজকে মসজিদেও নিরাপদ না। এটা অত্যন্ত দুঃখজনক। নারায়নগঞ্জে মসজিদে বিস্ফোরনের সুষ্ঠু তদন্ত তিনি দাবি করেন। একই সাথে বিস্ফোরণে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সংসদে শোক প্রকাশ করেন। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে বিএনপির এমপি এ এসব কথা বলেন।

সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে যারা ইন্তেকাল করেছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে শোক প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর জন্য আমি আহবান করছি। তিনি বলেন, এটি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না এর একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য আমি সংসদ নেত্রীকে অনুরোধ করব।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের আপনি দায়িত্ব অর্পণ করবেন বলে আমি বিশ্বাস করি। যার ফলে এই ঘটনার সঠিক তথ্য বের হয়ে আসবে।

এমপি হারুন সংসদের স্পিকারের মাধ্যমে মেজর সিনহার জীবন বৃত্তান্তও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, যিনি (সিনহা) আজকে সারা দেশের ভেতরকে নাড়া দিয়েছে। যার জন্য সেনাবাহিনী প্রধান ও পুলিশ বাহিনীর প্রধান জনগণের মুখোমুখি হতে বাধ্য হয়েছেন, এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকান্ড যেন আর সংঘটিত না হয়।
হারুনুর রশীদ বলেন, মাননীয় স্পিকার এই ঘটনায় গোটা জাতি শোকাহত হয়েছে। যে কারণে আমি মনে করি, আপনারা যে শোক প্রস্তাবটি উত্থাপন করেছেন তার মধ্যে সিনহা হত্যা অন্তর্ভুক্ত হওয়া একান্ত আবশ্যক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ