Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাট বন্ধের প্রতিবাদে ব্যবসায়ী-মাঝিদের বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঢাকার কেরানীগঞ্জের কালিগঞ্জ গার্মেন্টস পল্লীতে ব্যবসায়ী ও নৌকার মাঝিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুড়িগঙ্গা নদীর সদরঘাট সংলগ্ন খেয়া পারাপারের তিনটি ঘাট বন্ধ করে দেয়ার প্রতিবাদে গতকাল এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় কেরানীগঞ্জে কালিগঞ্জ গার্মেন্টস পল্লীর হাজার হাজার ব্যবসায়ী তাদের দোকান ও গার্মেন্টস কারখানা বন্ধ করে রাস্তায় নেমে আসে। এ ঘাট তিনটি দিয়েই ব্যবসায়ীরা সামগ্রী কেনার জন্য গার্মেন্টস পল্লীতে আসে। এছাড়া হাজার হাজার নৌকার মাঝি বেকার হয়ে যাওয়ায় তারাও বিক্ষোভ মিছিল করে।

গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ ঘাট তিনটি বন্ধ করে দিয়ে সেখানে জাহাজ ভেড়ানোর জন্য পন্টুন স্থাপন করে বিআইডব্লি­উটিএ। এছাড়া লোকজনের পারাপারের জন্য পার্শ্ববর্তী নাগরমহল পন্টুন থেকে ওপারের নবাববাড়ি সংলগ্ন বাদামতলী এলাকায় স্থাপিত পন্টুনে দুটি ওয়াটার বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পড়েছে ওইসব ঘাট ব্যবহারকারি পথচারি-ব্যবসায়ী ও নৌকা মাঝিরা। তাই তারা ওই তীরের ঘাট বন্ধের প্রতিবাদে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

খেয়া পারাপারের নৌকার মাঝি আবুল হাসেম বলেন, সরকার খেয়াঘাট বন্ধ করে আমাদের পেটে লাথি মেরেছে। কি করে আমরা বেঁচে থাকবো। নৌকা চললে আমাদের সংসার চলবে। বরিশাল থেকে আসা ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, মাল কিনেছি এখন কোন লেবার লঞ্চে নিতে চায় না। আগে একটা বস্তা নিতাম ৫০ টাকায় আর এখন চায় ১০০ টাকা। আবার ওই পার থেকে কত টাকা লাগে জানি না।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. মুসলিম ঢালী বলেন, লঞ্চ মালিকদের গাফিলতি ও অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে লঞ্চ নোঙর করার কারণে নৌদুর্ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে টার্মিনালে লঞ্চ নোঙর করলে ও ছেড়ে গেলে কোন দুর্ঘটনা ঘটবে না। একটা মহল এখানকার গার্মেন্টস ব্যবসা ধ্বংস করার চক্রান্ত করছে। এ ঘাট তিনটি বন্ধ হলে এখানকার গার্মেন্টস ব্যবসা ধ্বংস হয়ে যাবে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কেএম আরিফ উদ্দিন বলেন, এখানে একাধিকবার নৌদুর্ঘটনা ঘটেছে। আর যাতে দুর্ঘটনা না ঘটে তাই জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি।



 

Show all comments
  • Md Swapon ৬ সেপ্টেম্বর, ২০২০, ২:২২ এএম says : 0
    মাঝিদের বিকল্পভাবে কর্মসংস্থান তৈরি করে তারপর আন্দোলন করা যেত।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ৬ সেপ্টেম্বর, ২০২০, ২:২২ এএম says : 0
    েএটার একটা উপযুক্ত সমাধান চাই।
    Total Reply(0) Reply
  • নীল প্রজাপতি ৬ সেপ্টেম্বর, ২০২০, ২:২৩ এএম says : 0
    মানুষের জীবনের নিরাপত্তা সবার আাগে।
    Total Reply(0) Reply
  • জোবায়ের আহমেদ ৬ সেপ্টেম্বর, ২০২০, ২:২৩ এএম says : 0
    সদরঘাটে দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যবসায়ী-মাঝি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ