পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদো পত্রিকায় আবারো বিকৃত কার্টুন প্রকাশ করায় পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট ও মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনায় বিশ্বের শান্তিকামী মানুষ হতাশ ও ক্ষুব্ধ। ২০১৫ সালে এই সাময়িকীটি একই অপরাধ করে সারা বিশ্বের মুসলমানদের মাঝে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সারা বিশ্বে অশান্তি, হানাহানি এবং ধর্মে ধর্মে সংঘাত-সহিংসতা ছড়িয়ে জঙ্গিবাদকে উসকে দেয়া ও নাস্তিক্যবাদকে উৎসাহিত করতেই এ অপকর্ম করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।