Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ সাইফুদ্দীন আহমদের প্রতিবাদ

মহানবীকে (সা.) কে ব্যঙ্গ করে কার্টুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি এবদো পত্রিকায় আবারো বিকৃত কার্টুন প্রকাশ করায় পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট ও মাইজভান্ডার দরবারের সাজ্জাদানশীন শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনায় বিশ্বের শান্তিকামী মানুষ হতাশ ও ক্ষুব্ধ। ২০১৫ সালে এই সাময়িকীটি একই অপরাধ করে সারা বিশ্বের মুসলমানদের মাঝে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সারা বিশ্বে অশান্তি, হানাহানি এবং ধর্মে ধর্মে সংঘাত-সহিংসতা ছড়িয়ে জঙ্গিবাদকে উসকে দেয়া ও নাস্তিক্যবাদকে উৎসাহিত করতেই এ অপকর্ম করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহানবী-(সা.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ